Nadia

Dec 07 2023, 13:42

কল্যাণীতে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের।

নদীয়া:কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে জটিলতার মধ্যেও এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ৩০তম সমাবর্তন অনুষ্ঠান। যদিও তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন এই সমাবর্তন অনুষ্ঠানের পক্ষে না।

জানিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ সকাল থেকেই শুরু হয়েছে এক অস্বস্তিকর পরিবেশ। ১০০ দিনের বকেয়া কাজের টাকা পাওয়ার দাবিতে কল্যাণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মূল ফটকের সামনে রাজ্যপাল প্রবেশ করার সময় কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কংগ্রেস।

Nadia

Dec 06 2023, 15:40

আবারো এক মানসিক রোগীকে পরিবারের অনুমতি ছাড়াই ভুল বুঝিয়ে নির্বিজকরণ করার অভিযোগ, পূর্বের ঘটনার অভিযুক্ত সেই দুই আশাকর্মী সহ ব্লক স্বাস্থ্য কে

নদীয়া:সম্প্রতি নদীয়ার ফুলিয়া ব্লক হাসপাতালে আড়বান্দি এক নম্বর পঞ্চায়েত এলাকার চাঁদড়া রায়পাড়া এলাকায় এক আদিবাসী বৃদ্ধ কে করণা ভ্যাকসিনের নামে ভুল বুঝিয়ে নির্বিজকরণ করা, এবং রক্ত ক্ষরণরত অসুস্থ অবস্থায় অমানবিকভাবে রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করে ওই এলাকারই দুইআশা কর্মী সবিতা দেবনাথ এবং দিপালী দেবনাথ এর বিরুদ্ধে।

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা থেকে শুরু করে, শাসক বিরোধী সব দলেরই জনপ্রতিনিধিরা। এরপর আদিবাসীদের পক্ষ থেকে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ পূজা মৈত্রের অপসারণ দাবি করে, ২ আশা কর্মীর শাস্তির দাবিতে শতাধিক আদিবাসীদের বিক্ষোভ হয় গত চৌঠা ডিসেম্বর। গতকাল স্বাস্থ্য আধিকারিকের নামে অশ্লীল পোস্টার পড়ে হাসপাতালে মধ্যে যা নিয়ে সরব হন তিনি। এর আগে সাংবাদিকদের ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও তিনি বলেন যা ঘটেছে সবটাই সরকারি নিয়ম অনুযায়ী। কিন্তু গত কালকের পরিপ্রেক্ষিতে তিনি ক্যামেরার সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বলেন হাসপাতালে নতুন গুরুত্বপূর্ণ জায়গায় জমায়েত করেছে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অশ্লীল পোস্টার প্রসঙ্গে বলেন, যারা আগের দিন বিক্ষোভ আন্দোলনের শামিল হয়েছিলেন তাদের মুখের ভাষা , এবং অশ্লীল পোস্টার আলাদা কিছু নয়। সবটাই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।গতকাল সন্ধ্যার ঘটনা ছাপিয়ে গেল সমস্ত কিছুকে। শান্তিপুর থানায় আবারও লিখিত অভিযোগ জমা পড়লো, ওই দুই আশা কর্মীর বিরুদ্ধে ভুল বুঝিয়ে নির্বিজকরনের প্রায় একই রকম অভিযোগ এবং স্বাস্থ্য কেন্দ্রের গাফিলতি প্রসঙ্গ তুলে। তবে এবারের ঘটনা আরও বেশি অমানবিক, মনে করছেন এলাকাবাসীরা, তারা বলেন সরকারি এই উদ্যোগ কে তারা সাধুবাদ জানান কিন্তু সেক্ষেত্রে সমাজের সুস্থ স্বাভাবিক এবং সন্তান ধারণে উপযুক্ত এমন ব্যক্তিদের ক্ষেত্রেই সচেতন করা উচিত এবং তাদের মতামত নিয়ে তবেই এগুলো উচিত। গ্রামে আজ পর্যন্ত কোনদিন এ ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামই হলো না অথচ ৬৩ বছরের বৃদ্ধ যিনি বিগত ৪২ বছর ধরে নিঃসন্তান রয়েছেন এমন এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ কে নির্বিজ করে আদৌ জন্মনিয়ন্ত্রণ সরকারি মহৎ উদ্যোগ কতটুকু কার্যকরী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা।

গতকাল সন্ধ্যায় দিকনগর বাসী যমুনা দেবনাথ তার মানসিক সমস্যাযুক্ত ভাই খোকন দেবনাথ ও তার স্ত্রীকে নিয়ে এসে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন, ওই দুই আশা কর্মীর শাস্তির দাবিতে এবং স্বাস্থ্যকেন্দ্রে গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তিনি বলেন পরের বাড়িতে বাসন মেজে খায় তার ভাই, ভাই এবং তার স্ত্রী দুজনেই মানসিক সমস্যা যুক্ত একথা এলাকার সকলেই জানে । সেক্ষেত্রে অভিভাবক হিসাবে আমাদের কাউকে জানানোর প্রয়োজন বোধ করেনি স্বাস্থ্য কেন্দ্র। এমনকি নির্বিজ করনের পর রক্ত ক্ষরণ হলেও তার প্রতিকার হিসাবে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দেননি তারা।

এলাকার বাসিন্দা জোসেফ মন্ডল সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, স্বাস্থ্য কেন্দ্রের কৃতিত্ব বৃদ্ধি করতে গিয়েই আশা কর্মীদের ওপর এ ধরনের চাপ দেওয়া হয়ে থাকে , তাই মানসিক ভারসাম্যহীন পড়াশোনা না জানা আদিবাসী বৃদ্ধ, নেশাগ্রস্থ মানুষ, এ ধরনের ব্যক্তিদের খুঁজে এই কাজ করিয়ে আদতেও সংখ্যা বৃদ্ধি হলেও কাজের কাজ কিছু হচ্ছে না। অন্যদিকে সরকারি কমিশন পেয়ে আশা কর্মীরা সুস্থ স্বাভাবিক চিন্তাভাবনা মানবিকতা ভুলে আসক্ত হয়ে পড়ছেন সংখ্যা পূরণে।

তবে বিষয়টি নিয়ে নিন্দা প্রকাশ করেছে বিশেষভাবে সক্ষমদের বিভিন্ন সংগঠন, তারা জানাচ্ছেন অনেকেই অভাবে তাড়নায় অজ্ঞতার কারণে অনেক সময় সার্টিফিকেট দেরিতে পান কিন্তু, মানসিক ভারসাম্য হোক বা অন্য ধরনের শারীরিক সমস্যা সুস্থ স্বাভাবিক মানুষদের বাদ দিয়ে তাদের ওপর এ ধরনের প্রয়োগ করা মানে এক প্রকার তাদের অবজ্ঞা করা। এ ব্যাপারে আগামী দিনে তারাও পথে নামবেন বলেই জানিয়েছেন।

বি এম ও এইচ পূজা মৈত্র কে জানতে চাইলে তিনি আগের মতই বলেন, আর ডাক্তার পূজা মৈত্র ভ্যাসেক্টমি প্রক্রিয়ার জন্মদাত্রী নন। এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। ১৯৭৪ সাল থেকে চলছে। সমস্ত রাজ্যেই চলছে,এখনো,যদিও ২০১৩ থেকে প্রসিডিওর আরও সূক্ষ্ম হয়েছে। এবারের ভ্যাসেক্টমি(NSV) ড্রাইভও কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশে,জেলা স্বাস্থ্য দপ্তরের আয়োজনে শান্তিপুর ব্লক স্বাস্থ্য দপ্তর আয়োজন করেছে। Acmoh রাণাঘাট স্যার নিজে এই প্রসিডিওর করেছেন।তাই এখানে ডাক্তার পূজা মৈত্র বা কোন ব্যক্তিবিশেষের নির্দেশ ব্যাপারটা নেহাতই জোলো,এটি একটি সরকারি প্রোগ্রাম মাত্র।আর এই প্রক্রিয়ায় কোন অন্ডকোষ কেটে ইত্যাদি নেওয়া হয় না। শুধু একটা নালি বেঁধে দেওয়া হয়। এই ধরনের স্লোগান বা পোস্টারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা ব্লক ও জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হচ্ছে।

যদিও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে, ডেপুটি সিএমওএইচ আমাদের জানান সমস্ত বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

তবে ওই দুই আশা কর্মী প্রকাশ্যে মুখ না খুললেও আমাদেরকে ফোনে জানিয়েছেন, অভিযোগকারী দুটি পরিবারেরকেই তারা এলাকাগতভাবে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এর আগে. কিন্তু এক্ষেত্রে কিবে কারা তাদেরকে ভুল বুঝিয়ে অভিযোগ করাচ্ছেন তা তাদের জানা নেই তবে আইনের উপর ভরসা আছে। তারা যে সিদ্ধান্ত নেন সেটাই মাথা পেতে নেবেন তারা।

Nadia

Dec 05 2023, 19:53

মদের দোকান বন্ধের দাবিতে সরকার অনুমোদিত মদের দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকার মহিলাদের

নদীয়া:সরকার অনুমোদিত মদের দোকান বন্ধের দাবিতে মদের দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কোতোয়ালী থানার চিত্রশালী তেঘরিয়া পাড়ায়। বিক্ষোভকারীদের দাবি ওই মদের দোকানে বসেই মদ্যপান করেন এলাকার মদ্যপায়ীরা। মদের দোকান থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে দুটি স্কুল। জনবহুল এলাকায় মদের দোকান থাকার ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মহিলারা যাতায়াতের পথে শ্লীলতাহানির শিকার হচ্ছেন।

এমনকি এলাকার পুরুষ ও যুবকরা রোজগারের বেশিরভাগ টাকা মদ খেয়ে ফুরিয়ে ফেলছেন। যার ফলে সংসারে নিত্য দিন অশান্তি লেগেই রয়েছে। এছাড়াও রবিবার সকালে ওই মদের দোকান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি ওই দোকানের মদ পান করে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তাঁদের অভিযোগ ওই মদের দোকানের জন্য একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে।

এরই প্রতিবাদে এলাকার মহিলারা একজোট হয়ে মদের দোকান বন্ধের দাবিতে আন্দোলনে নামেন। এমনকি ওই মদের দোকানে তালাও ঝুলিয়ে দেন তাঁরা। তাদের দাবি অবিলম্বে ওই মদের দোকান বন্ধ করতে হবে অথবা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। তাদের দাবি না মেনে মদের দোকান পুনরায় খোলার চেষ্টা হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

Nadia

Dec 05 2023, 13:25

সকাল থেকেই আকাশের মুখ ভার! হাওয়া দপ্তর জানাচ্ছে এভাবেই থাকবে দুদিন। শীতকালীন অনাজ সহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মরশুমী ফুল গাছ

নদীয়া:সকাল থেকেই আকাশের মুখ ভার! হাওয়া অফিস বলছে শুধু আজ নয় আগামী দুদিন দেখা মিলবে না রৌদ্রজ্জ্বল দিনের। ঘূর্ণিঝড় 'মিগজাউম' অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পরও উত্তর বঙ্গোপসাগরের আবহাওয়া খারাপ হতে পারে। ৬ থেকে ৮ই ডিসেম্বরের মধ্যে গভীর সমুদ্রে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং অধিকাংশ জায়গায় ঘন্টায় ৩০ - ৬০ কিমি বেগে ও কিছু জায়গায় ঘন্টায় ৭০ - ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। তাই মৎস্যজীবিদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলের কাছাকাছি চলে আসতে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আজ প্রায় সারাদিন এমন আবহাওয়া পরিস্থিতি জারি থাকবে।

আর তার ফলে এ সময় স্বাভাবিক শীত ব্যাহত হচ্ছে, তাই হালকা শীতের সোয়েটার কিংবা চাদরের সাথেই ঝিরিঝিরি বৃষ্টির হাত থেকে রেহাই পেতে বর্ষাতি কিংবা ছাতারও প্রয়োজন হচ্ছে। শীতকালীন বিট গাজর আলু পেয়াজ রসুন মুলো এ ধরনের মাটি র নিচের ফসল পচন ধরার সম্ভাবনা। অন্যদিকে বাঁধাকপি ফুলকপি বিন্স মটরশুটি সিম পালং সবকিছুই পর্যাপ্ত সূর্যালোকের অভাবে বাসা বাঁধতে পারে নানান রকম রোগের।

এই আবহাওয়ায় মরসুমি ফুলের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। গাদা, পমপম ডালিয়া চন্দ্রমল্লিকা , জারবেরা, অ্যান্টেনিয়াম ,ইনকাগাদা এ ধরনের ফুল চাষ কিংবা সৌখিনতায় লাগানো বাড়ির টবে অথবা বিভিন্ন ফুল মেলার উদ্দেশ্যে প্রস্তুত করা গাছের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব করছে। যার ফলে স্বাভাবিকভাবে যে ফুল চাষ হয় তা বিভিন্ন ধরনের মূল্যবান কীটনাশক এবং সার দিয়ে রক্ষা করতে হচ্ছে যেটা এ বিষয়ে অভিজ্ঞদের ছাড়া রক্ষা করা সম্ভব নয়, এমনই জানাচ্ছেন বিভিন্ন নার্সারির মালিকরা। এমন কিছু রোগের আক্রমণ হচ্ছে যাতে বিভিন্ন ধরনের কীটনাশক পরিবর্তন করে দিয়েও মিলছে না ফল। তাই তাদের আশঙ্কা চন্দ্রমল্লিকা ডালিয়া হাইব্রিড গাদা এ ধরনের ফুলের আকৃতি খুব বেশি বড় করা সম্ভব হচ্ছে না। কারণ এ সময় দরকার রাতের ঘন কুয়াশা এবং সকালে উজ্জ্বল আকাশের ঝকমকে সূর্যের আলো।

Nadia

Dec 04 2023, 18:31

টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে কৃষ্ণনগরের দোগাছি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলেন ঠিকাদাররা

নদীয়া:নিয়ম বহির্ভূতভাবে বৈধ টেন্ডার বাতিল করে নিজের লোককে টেন্ডার দেওয়ার চেষ্টা করছে প্রধান, এই অভিযোগ তুলে কৃষ্ণনগর ১ ব্লকের দোগাছি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন একাংশের ঠিকাদাররা। বিক্ষোভকারীদের দাবি গত ১লা নভেম্বর তারিখে ওই পঞ্চায়েত থেকে টেন্ডার ডাকা হয়। ৩০ তারিখ ছিল টেন্ডার জমা দেওয়া শেষ দিন।

ঠিকাদাররা সরকারের নিয়ম মেনে সর্বনিম্ন দরে টেন্ডার জমা দেন এবং পঞ্চায়েত প্রধান আজই তাদের টেন্ডারের হার্ড কপি সহ পঞ্চায়েতে দুপুর 12 টার মধ্যে দেখা করতে বলেন। কিন্তু তাদের অভিযোগ পঞ্চায়েতে গেলেও প্রধানের দেখা মেলেনি। তাদের আরো অভিযোগ পঞ্চায়েত প্রধান নিয়ম বহির্ভূতভাবে তাদের ঘনিষ্ঠদের টেন্ডার দেওয়ার চেষ্টা করছে।

সেই কারণেই তাদের সঙ্গে দেখা না করে এবং হার্ড কপি জমা না নিয়ে পঞ্চায়েত থেকে পালিয়ে যান। তারই প্রতিবাদে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ঠিকাদাররা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান জানান সরকারি নিয়ম মেনেই টেন্ডার জমা নেওয়া হয়েছে এবং শরীর খারাপের জন্যই তিনি দুপুর তিনটে পর্যন্ত পঞ্চায়েতে থাকার পর বাড়ি ফিরে এসেছেন।

Nadia

Dec 04 2023, 17:53

অধ্যাপকদের হোয়াটস আপ গ্রূপ থেকে বের করে দেওয়ার অপরাধ, মহিলা অধ্যাপিকাকে ফোন করে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ সুধীর রঞ্জন লাহিড়ী কলেজের তৃণমূল

অধ্যাপক দের হোয়াটস আপ গ্ৰুপ থেকে কলেজের GS কে অপসারিত করার অপরাধ, কলেজের মহিলা অধ্যাপিকা কে ফোন করে গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠলো মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের GS এর বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদে সোমবার অধ্যাপকদের পাশে দাঁড়িয়ে GS এর শাস্তির দাবিতে আন্দোলন শুরু করলো ABVP।

সূত্রের খবর, মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহা বিদ্যালয়ের অধ্যাপক দের একটি হোয়াটস আপ গ্রূপে কোনো ভাবে ওই কলেজের GS এর মোবাইল নম্বর যুক্ত হয়ে যায়। অভিযোগ, সেই বিষয়টি নজরে আসায় সম্প্রতি ওই GS এর মোবাইল নম্বর অধ্যাপকদের হোয়াটস আপ গ্রূপ থেকে অপসারিত করে দেওয়া হয়। অভিযোগ, এর পরই ওই GS ফোন করে কলেজের এক অধ্যাপিকাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দেয়।

ঘটনায় কলেজ অধক্ষকে বিষয়টি জানিয়েছেন ওই অধ্যাপিকা। আর এই ঘটনার প্রতিবাদে সোমবার কলেজ প্রাঙ্গনে GS এর বিরুদ্ধে শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে ABVP। তাদের দাবি, অভিযুক্ত GS এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। যদিও পলাতক অভিযুক্ত জিএস।

Nadia

Dec 04 2023, 17:46

সরকারি কমিশনের লোভে ভ্যাকসিন এর নাম করে এলাকার দুই আশা কর্মী আদিবাসী বৃদ্ধের নির্বিজকরণের বিরুদ্ধে এলাকার আদিবাসী সমাজের বিক্ষোভ ফুলিয়া প্রাথ

নদীয়া:সম্প্রতি নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর পঞ্চায়েতের চাঁদড়া রায়পাড়া গ্রামে মাধব রায় নামে ৪৯ বছর বয়সী এক আদিবাসী বৃদ্ধ পরিযায়ী শ্রমিক কে স্থানীয় সবিতা দেবনাথ এবং দীপালি দেবনাথ নামে দুই আশা কর্মী সরকারি কমিশনের লোভে ভ্যাকসিনের নাম করে বাড়ি থেকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে নির্বীজ করণ অর্থাৎ ডাক্তারি পরিভাষায় এনএসভি করা হয় ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তারপর তাকে রক্তাক্ত এবং অসুস্থ অবস্থায় সম্পূর্ণ অমানবিকভাবে পড়ার পাশে একটি গাছ তলায় বসিয়ে রাখা হয় উদ্ধার করে এলাকাবাসী। পরবর্তীতে তাকে শক্তিনগর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলা হয় ।এমনই একটি অভিযোগ শান্তিপুর থানায় জমা করেন মাধব বাবুর স্ত্রী মেনকা রায়। ঘটনার ৭ দিন কেটে গেলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দায় সরব হয়েছেন পঞ্চায়েত সদস্যা কনিকা রায়ও। তিনি আগেই জানিয়েছিলেন, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিলে ভালো না হলে এলাকাগত ভাবে প্রতিবাদ জানানো হবে।

ঘটনার পর প্রায় পাঁচ দিন কেটে গেলেও, হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি, এমনকি পুলিশ প্রশাসনেরও কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি অভিযোগের ভিত্তিতে।

আজ তারই প্রতিবাদে চাঁদরা রায়পাড়া এলাকার বিপুল সংখ্যক আদিবাসী সমাজ এবং এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল করে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে ওই দুই আশা কর্মীর শাস্তির দাবিসহ বি এম ও এইচ ডক্টর পূজা মৈত্রের অপসারণ দাবি করেন। তারা স্পষ্ট জানান, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে পড়াশোনা না জানার কারণে আদিবাসী সমাজকে অবজ্ঞা করে তাদের সাথে প্রতারণা করা হয়েছে।

এক্ষেত্রে অন্ডকোষের মতন একটি গুরুত্বপূর্ণ অংশে অপারেশন করার জন্য পরিবারের পক্ষ থেকে কাউকে জানানো হয়নি। এমনকি তিনি গুরুতর অসুস্থ অবস্থায় শক্তিনগর হাসপাতালে ভর্তি হওয়ার কথা শুনেও কেউ দেখতে আসেননি। শুধু তারাই নয় উদাসীনতা রয়েছে এই হাসপাতালের বি এম ও এইচ এর।

যদিও এ বিষয়ে ডঃ পূজা মৈত্র কৃষ্ণনগরে বিভাগীয় মিটিং এ ব্যস্ত থাকায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Nadia

Dec 04 2023, 13:56

মাছের ভেড়ির জল নিষ্কাশনের কাজ করতে গিয়ে মাটি ধসে মৃত্যু হল এক শ্রমিকের

নদীয়া:নবদ্বীপে পাইপ লাইনের কাজ করার সময় মাটিতে চাপা এক শ্রমিক , জেসিবি দিয়ে উদ্ধার করার সময় মৃত্যু । নবদ্বীপের শ্মশানঘাটের কাছে পৌরসভার মাছের ভেরির জল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার জন্য পাইপ লাইন করার সময় মাটিতে চাপা পরে যায় এক শ্রমিক ।জানা যায় তার নাম গৌতম বিশ্বাস , বাড়ি ফাসিতলা চড়ায় । দীর্ঘ দিন ধরে এই লাইনের কাজ চলছিল।

আজ মাটিতে চাপা পরে যায় ঐ শ্রমিক । তাকে উদ্ধার করতে খবর দেয়া হয় দমকল বিভাগকে ।পরে জেসিবি দিয়ে উদ্ধার করতে গেলে মাথার খুলি ধরে উঠে যায় । সঙ্গে সঙ্গে সেখানে কাজ করা অন্য শ্রমিকের ছুটে এসে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত্য বলে ঘোষনা করে । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে নদীয়ার নবদ্বীপে।

Nadia

Dec 04 2023, 11:24

নদীয়ার কৃষ্ণগঞ্জে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি প্রণামির বাক্সর নগদ অর্থ ও সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিকারীরা

নদীয়া:কালী মন্দিরের তারা ভেঙে চুরি ।নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে কালীমন্দিরে তালা ভেঙে চুরি । কালী মন্দিরের পাশেই রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ । আরেকটি শিব মন্দিরসহ রাম সীতা মন্দির । বেশ কয়েক বছর আগে এই রাম সীতা মন্দিরের তালা ভেঙে কষ্টিপাথরের অন্নপূর্ণা মায়ের মূর্তি চুরি হয়েছিল । তারপরেই তরী ঘড়ি করে বসানো হয়েছিল মন্দির চত্বরে পুলিশ ক্যাম্প ।

স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোর রাতে এই কালীমন্দিরে তালা ভেঙে চুরি হয় । কালী মন্দিরের পাশে একটি বাড়িতে সিসিটিভি আছে । সেই সিসিটিভির ক্যামেরা ঘুরিয়ে দিয়ে ক্যামেরার মুখে কালো পলিথিন বেঁধে দেওয়া হয় বলে জানা গেছে । কালী মন্দিরের তালা ভেঙে চুরি হওয়ায় এলাকায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । শিবনিবাস মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্যকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও এই চুরির ঘটনা নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন ।

Nadia

Dec 02 2023, 16:19

*নদীয়ার কৃষ্ণনগরে সুকান্ত সুকান্ত মজুমদারের সভার আগেই বোমা ফেটে জখম নির্মাণ শ্রমিক*


নদীয়া:কাজ কৃষ্ণনগরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জনসভা হওয়ার কথা আর ঠিক তার আগেই বোমা ফেটে জখম নির্মাণ শ্রমিক ।কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক নির্মাণ শ্রমিক। ওই শ্রমিকের5 নাম আলহামদু শেখ। তার বাড়ি নাকাশিপাড়া থানার মুড়াগাছা এলাকায়।

তিনি কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায় একটি বাড়িতে কাজ করছিলেন। প্রস্রাব করার জন্য ওই বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত এলাকায় যান। প্রস্রাব করার সময়ে হঠাৎই ওই এলাকায় পড়ে থাকা বোমা বিস্ফোরণের ফলে তারা পায়ে গুরুতর আঘাত লাগে।

তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আরও একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। কোতোয়ালী থানার পুলিশ গিয়ে বোমাটি উদ্ধার করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।